বলিউড অভিনেতা অজয়ের বয়স ৫০। এই বয়সে প্রায় অর্ধেক বয়সী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জনপ্রিয় এই নায়ক। তবে বাস্তবে নয়, অজয়ের আপকামিং ‘দে দে প্যায়ার দে’ ছবিতে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজ ১৭ মে মুক্তি পাবে ছবিটি। এর আগে ছবিটির ২ মিনিট ৫৬ সেকেন্ডের ট্রেলার দেখেছেন দর্শক। যেখানে দেখা যাবে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর বাদে অজয় এক ২৬ বছরের নারীর প্রেমে পড়েন। ওই চরিত্রে অভিনয় করেছেন রকুলপ্রীত সিং।
অজয় দেবগণ ও কাজলের বিয়ের বয়স ২০ বছর। বলিউডের সবচেয়ে সুখী দম্পতিদের মধ্যে অন্যতম। বাস্তবে কি কোনো সময় অজয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় জানিয়েছেন, বাস্তবে কাজল ছাড়া আর অন্য কোনো মেয়ের প্রেমে কখনোই পড়েননি তিনি। কিন্তু অন্য মেয়েদের দিকে হাজারোবার তাকিয়েছেন। আর সেই সময় যদি কাজল তাকে ধরে ফেলেন, তখন অজয়কে কাজল কী বলেন? অজয়ের কথায়, অন্য মেয়েদের দিকে তাকাচ্ছি দেখলে কাজল এমন একটা কমেন্ট করে, সেটাই জোক হয়ে যায়।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত