বিতর্কিত নাগোরনো ও কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে গত রোববার সকাল থেকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে এখন পর্যন্ত দুপক্ষের বেসামরিক নাগরিকসহ দুই শতাধিক ব্যক্তি নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। খবর জেরুজালেম পোস্ট ও আনাদোলুর।
যুদ্ধে আর্মেনিয়া রাশিয়ার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসকান্দার ব্যবহার করার পর থেকে আজারবাইজান ইসরাইলের তৈরি গাইডেড মিজাইল লোরা দিয়ে হামলা শুরু করেছে।
ইসরাইল থেকে ক্রয় করা এ অস্ত্রে আর্মেনিয়াকে পর্যুদস্ত করছে আজারবাইজান। লোরার আঘাতে আর্মেনিয়ার প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে বলে দাবি আজারবাইজানের।
বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে দেশে ফিরিয়ে নিয়ে গেছে আর্মেনিয়া।
আজারবাইজানের অস্ত্র ভাণ্ডারে রয়েছে ইসরাইল থেকে কেনা ব্যাপক অস্ত্র। এসব অস্ত্র আর্মেনিয়া ও আর্মেনীয় সংখ্যাগরিষ্ঠ নাগোরনো-কারাবাখের বিরুদ্ধে হামলায় ব্যবহার করছে আজারবাইজান। এ নিয়ে ইসরাইলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে আর্মেনিয়ার।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া তথ্যমতে, আজারবাইজানকে গত এক যুগে ব্যাপক অস্ত্র সরবরাহ করেছে ইসরাইল। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে ড্রোন, ট্যাংক ধ্বংসকারী মিসাইল ও সারফেস টু সারফেস মিসাইল।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনা নাঘদালিয়ান বলেন, আজারবাইজানকে অস্ত্র দেয়ায় ইসরাইলের নিন্দা জানিয়েছে আমাদের দেশ। ইসরাইল যা করছে তা অগ্রহণযোগ্য। আমরা আমাদের রাষ্ট্রদূতকে ইসরাইল থেকে ফেরত নিয়ে এসেছি।
ইসরাইলের অস্ত্র রফতানির বিষয়ে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আননা নাঘদালিয়ান বলেন, ইসরাইলের কার্যপদ্ধতি অগ্রহণযোগ্য। তাই মন্ত্রণালয় ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতকে দেশে ডেকে আনা হয়েছে।
এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণায়ের পক্ষ থেকে জানানো হয়, আর্মেনিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আর্মেনিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক গুরুত্বপূর্ণ। আর্মেনিয়ার দূতাবাস আমাদের দুই দেশের জনগণের সম্পর্ক বৃদ্ধির জন্য সহায়ক।
তবে আজারবাইজানকে সরবরাহ করা অস্ত্রের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে উত্তেজনা শুরু হয়, যা ১৯৯১ সালে সশস্ত্র সংঘাতে রূপ নেয়। বিদেশি হস্তক্ষেপের কারণে বর্তমানে আবার সে সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত