ঢাকা ২৩ শনিবার ২০১৯: জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় বিদিশা সিদ্দিক অবৈধভাবে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার। তিনি বলেন, প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিক সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে প্রবেশ করেছেন, তিনি অনুপ্রবেশকারী। এ নিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় পার্টির বনানীর অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, ট্রাস্টের সদস্য জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেদ আখতার আরও বলেন, প্রেসিডেন্ট পার্কের ফ্লাটসহ প্রয়াত এরশাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি এখন ট্রাস্টের অধীনে। যা এরশাদপুত্র এরিকের ভরণ-পোষণ ও জনকল্যাণে গঠিত হয়েছে।
হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট পার্ক যথারীতি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। ট্রাস্টের ওই বাসায় গত ১৪ নভেম্বর প্রয়াত এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে প্রবেশ করেন। এখানে বিদিশা সিদ্দিকের প্রবেশ করার আইনগত কোনো অধিকার নেই। একজন অনুপ্রবেশকারী হিসেবে অবস্থান করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। শুধু তাই নয়, তিনি এরিক এরশাদকে প্রভাবিত করে তাকে দিয়েও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রচার করে আসছেন।
তিনি বলেন, জিএম কাদের তার ভাইয়ের (এরশাদ) জীবদ্দশায় তার মৌখিক নির্দেশে এরিক এরশাদের সার্বিক তত্ত্বাবধান করে আসছিলেন। ট্রাস্ট গঠিত হওয়ার পর এরিক এরশাদের দেখা-শোনার দায়িত্বভার ট্রাস্টের উপর অর্পিত হলে বোর্ড অব ট্রাস্টিরা দেখা-শোনা করে আসছেন। তবে শ্রদ্ধাভাজন চাচা অভিভাবক হিসেবে এরিককে স্নেহ ভালোবাসার মাধ্যমে দেখা-শোনা করে আসছেন।
এক প্রশ্নের জবাবে খালেদ আখতার বলেন, এরিক চাইলেও বিদিশাকে প্রেসিডেন্ট পার্কে নিয়ে আসতে পারেন না। ট্রাস্টের অনুমতি নিয়ে প্রেসিডেন্ট পার্কে প্রবেশ করতে হবে। বের করার জন্য আইনি সহায়তা নেবো।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত