চিত্রনায়িকা নিপুণের আরও একটি পরিচয় তিনি একজন ব্যবসায়ী। কয়েক বছর আগে নিজ উদ্যোগে তিনি গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইলকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। দেশের করোনা পরিস্থিতির কারণে আপাতত প্রতিষ্ঠানটি বন্ধের পাশাপাশি কর্মীদের অগ্রিম বেতন দিলেন নিপুণ।
দৈনিক আমাদের সময় অনলাইনকে এই চিত্রনায়িকা বলেন, ‘করোনার কারণে পুরো বিশ্ব এখন থমকে গেছে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়ে ঘরের ভেতরে থাকা খুব জরুরি। তাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
নিপুণ আরও বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। তাদের সবাইকে প্রতিদিন প্রচুর মানুষকে সেবা দিতে হয়। এই সময় একটা জায়গায় এত মানুষের সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি।’
আশেপাশের কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আপনারাও সচেতন হোন। খুব বেশি প্রয়োজন না হলে দয়া করে ঘর থেকে বের হবেন না।’
নিপুণ জানান, কিছুদিন আগে তার মা, ভাই ও মেয়ে বিদেশ থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন। যারা দেশের বাইরে থেকে আসছেন তাদেরকেও একই কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ অবস্থিত। এটি চালু হয় ২০১৬ সালে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত