ভোলার দুর্গম চরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর থেকে আমরা ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে অভিযান শুরু করি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরের দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সাখাওয়াত হোসেন জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ছয়জনকে আসামি করে শনিবার রাতেই থানায় মামলা করেছেন। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
গৃহবধূ ধর্ষণ মামলার আসামিরা হল- মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০), মো. বেল্লাল পাটোয়ারী (৩৫), মো. রাশেদ পালোয়ান (২৫), মো. শাহীন খান (২২) ও মো. কিরণ (২৬)।
ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়াঘাট থেকে স্পিডবোটে আড়াই বছরের শিশুসন্তানসহ গত শনিবার মনপুরার দক্ষিণ সাকুচিয়ার শ্বশুরবাড়িতে রওনা হন এক গৃহবধূ। পথে চার যাত্রী রাশেদ, শাহীন, কিরণ ও বেলাল স্পিডবোট চালককে মেঘনার দুর্গম চরপিয়ালে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে চরে নামিয়ে ওই গৃহবধূকে ধ’র্ষণ করে তারা।
বোটচালক রিয়াজ তাদের সেখানে রেখে মনপুরা এসে ঘটনাটি স্পিডবোটের মালিক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে যান। সেখানে ধ’র্ষকদের কাছ থেকে তিন হাজার টাকা আদায় করেন তিনি। পরে ওই নারীকে তিনিও ধ’র্ষণ করেন এবং ধ’র্ষণ দৃশ্যের ভিডিও ধারণ করে রাখেন। এরপর চার ধ’র্ষকের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা থেকে ওই নারীকে এক হাজার টাকা দেন তিনি। একই সঙ্গে এ ঘটনা কাউকে বললে ধ’র্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
ঘটনা দেখে মহিষ বাথানিরা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্লাহ কাজলকে জানালে তিনি পুলিশের সহায়তায় শিশুসহ ওই নারীকে উদ্ধার করে মধ্যরাতে থানায় নিয়ে আসেন। পরে ওই গৃহবধূ ছাত্রলীগ নেতা নজরুল, রাশেদ, শাহীন, কিরণ, বেলাল ও বোটচালক রিয়াজের বিরুদ্ধে মামলা করেন। রিয়াজের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। চেয়ারম্যান অলিউল্লাহ কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত