চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫ বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। সাড়ে চার ঘণ্টার অভিযানের পর জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে এ অভিযান শুরু হয়। সকাল ৮টায় রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ২-৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে র্যাব সদস্যরা ওই গ্রামের ১৫টি বাড়ি ঘিরে ফেলেন।’
সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র্যাব। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র্যাব।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত