ঢাকা সোমবার, ০৪ নভেম্বর, ২০১৯ :
জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় মহিলা পার্টিকে রাজনীতি করতে অনেক চ্যালেঞ্জের সম্মূখীন হতে হয়। দেশের ভোটারের অর্ধেকরই বেশি নারী ভোটার। সেক্ষেত্রে পার্টিকে ক্ষমতা নিতে হলে অবশ্যই নারীদেরই নেতৃত্বে অগ্রণী ভুমিকা রাখতে হবে। মহিলা পার্টির উদ্দ্যেশ্যে জি.এম কাদের বলেন, প্রত্যেকটি জেলা, উপজেলা ও মহানগরে মহিলা পার্টির সংগঠনকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করুন। যেকোনো সমস্যায় পার্টির চেয়ারম্যান, মহাসচিব ও দায়িত্বশীল ব্যক্তিরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, চরিত্রের গুণাবলি ও ব্যত্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে দায়িত্ব প্রদান করলে পার্টি শক্তিশালী ও সুংসংগঠিত হবে সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজের মূল্যায়ন নিজেরা করলে হবেনা, অপরকে মূল্যায়ন করতে সুযোগ দিতে হবে। তাহলেই আপনাদের বিষয়ে অবগত হওয়ার আমাদের সুযোগ থাকবে।
পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বলেন, এরশাদমুক্তি আন্দোলনে জাতীয় মহিলা পার্টি অনেক নির্যাতন, নিপীড়ন, রক্তক্ষয় ও অত্যন্ত কঠিন পরিশ্রম করে জাতীয় পার্টিকে ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে আজও কাজ করে যাচ্ছেন। সে তুলনায় আমরা আপনাদের মূল্যায়ন করতে পারি নাই।
তিনি বলেন, ভবিষ্যতে আপনাদের এই ত্যাগের যথাযোগ্য মূল্যায়ন করা হবে।
সোমবার বিকাল ৫ঘটিকায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা পার্টির সভানেত্রী ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এমপি’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মহিলা পার্টি ঢাকা মহানগর উত্তর সভাপতি ডা. সেলিমা খান, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. শাহিদা রহমান রিংকু, শারমিন পারভীন লিজা, মাহমুদা রহমান মুন্নি, রিতু নূর, সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাড. লাকী বেগম, তাসলিমা আকবর রুনা, আলেয়া বেগম, ফরিদা সিকদার, মিনি খান, মনোয়ারা বেগম ইতি, শাহানাজ পারভীন, জেসমিন নুর প্রিয়াংকা, সিমানা আমীর প্রমুখ।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত