ঢাকা-১০ মে শুক্রবার ২০১৯ঃ জাতীয় পার্টির ফটো সাংবাদিক আল _ আমিন (৫০) আজ রাত ১২: ৩৯ ঘটিকায় নিজবাসায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহিওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আল আমিনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আলহাজ্ব পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বার্তায় সাবেক রাষ্ট্রপতি বলেন আল আমিন খুব ভাল ফটো সাংবাদিক , সৎ , যোগ্য ,পরিশ্রমি ,দীর্ঘদিনের বিশ্বাস্থ কর্মী ছিলো । তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত জাতীয় পার্টির পরিবার । আল আমিনের ত্যাগ পরিশ্রম জাতীয় পার্টি চিরদিন কৃজ্ঞতার স্মরণ রাখবে । আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।
অপর এক শোকবার্তায় জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি , কো_চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ও জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি আল_ আমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে গতরাত (৩য় রোযার )এ সেগুন বাগিচা জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন ।
বিঃ দ্রিঃ আল আমিনের জানাজার নামাজ ১০ তারিখ শুক্রবার সকাল ১১ ঘটিকায় জাতীয় পার্টি কেন্দ্রীয় অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে । নামাজে শরীক হওয়ার জন্য সবাইকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো ।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত