সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
রোববার (৩০ জুন) বিকালে সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই হু্ঁশিয়ারি দেন।
তিনি বলেন, শুধুমাত্র লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হল, যা সম্পূর্ণভাবে অযৌক্তিক ও মনুষ্যত্বহীন পদক্ষেপ।
আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১০ বছরে ছয়বার গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি তুলে ধরে ফখরুল বলেন, গ্যাসের এই মূল্য বৃদ্ধির মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে। দেশের মানুষের রক্তশোষণের যন্ত্রের পরিণত হয়েছে বর্তমান মধ্যরাতের নির্বাচনের সরকার।
বিএনপির তরফ থেকে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান দলের মহাসচিব। তিনি বলেন, গণবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যে ঘোষণা দিয়েছে, তাতে রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ২৩ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৩৮ শতাংশ বেশি অর্থ খরচ হবে। যানবাহনে জ্বালানি হিসেবে যারা সিএনজি ব্যবহার করেন, তাদের খরচ বাড়বে সাড়ে ৭ শতাংশ।
পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত। এর ফলে গণপরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোৎপাদনে খরচ বাড়বে। জুলাইয়ের প্রথম দিন থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হবে
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত