পুরান ঢাকায় মাহজাবিন সুলতানা মিথিলা (১৪) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ৬ মে সোমবার রাত ২টার দিকে নাজিমুদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানিয়েছে, এসএসসি পরীক্ষায় কাক্সিক্ষত ফল না পাওয়ায় মিথিলা আত্মহত্যা করেছে। পরিবার জানায়, মিথিলা গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক রাত ৩টায় তাকে মৃত ঘোষণা করে। নিহতের বাবা মোস্তফা কামাল জানান, মিথিলা বাংলাশে আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। সোমবার তার ফলাফল প্রকাশ করা হয়। সে ৪.৩৯ পেয়ে উত্তীর্ণ হয়। তবে তার আশা ছিল সে জিপিএ-৫ পাবে। কিন্তু সে জিপিএ-৫ না পাওয়ায় এবং তার অনেক বন্ধু জিপিএ-৫ পাওয়ায় রেজাল্ট প্রকাশের পর থেকে তার মন খুব খারাপ ছিল। বারবার সে এসব কথাই বলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত