ঢাকা- শনিবার, ২৯ জুন ২০১৯:
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জ্ঞান সম্বৃদ্ধ জাতি গঠনে জাতীয় ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় ছাত্র সমাজই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকার রাখবে। বলেন, ছাত্র সমাজকে জ্ঞান আহরণের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থে দেশের ইতিবাচক রাজনীতিতেও ভূমিকা রাখতে হবে। আজ দুপুরে জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণাকালে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এ কথা বলেন।
এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দিন এবং সদস্য সচিব ফয়সাল দিদার দিপু’র নাম অনুমোদন করেন। আগামী ১৫ সেপ্টেম্বর জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলন করার জন্য আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। জাতীয় ছাত্র সমাজের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত সেল আজ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আহবায়ক ও সদস্য সচিবের নাম প্রস্তাব করে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শাহী-ই-আজম, ফখরুল আহসান শাহাজাদা, অ্যাডকোকেট আবদুল হামিদ ভাসানী, ছাত্র সমাজের সাবেক সভাপতি শামিম আহমেদ রিজভী, মাখন সরকার, জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত