নওগাঁর মান্দায় প্রসাদপুর ইউনিয়নের জামতলা ঘাটের আত্রাই নদীর পাড় ঘেঁষে ফসলি জমির ক্ষতি করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। আর এতে করে নদীর পাড়ের কৃষকরা পড়েছে মহা বিপদে। নিজেদের ফসলি জমির আর শেষ রক্ষা করতে না পেরে নিরুপায় কৃষক। নদীর পাড়ের জমিতে শুকনো মৌসুমে ফসল ফলিয়ে বেশ চলে তাদের সংসার।
এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘ দিন তারা নদী পারের জমিতে ফসল ফলিয়ে আসছেন। বাদাম, মিষ্টি আলু, ভুট্টোসহ বিভিন্ন আবাদের বাম্পার ফলন হয়ে থাকে, যা ঘরের খাবার চাহিদা পূরণ করেও হাটে বিক্রি করে থাকেন।
ভুক্তভোগী মেজাদ আলী, লালু, হিরা, নজরুল, গোলাম মোজ্জাফফর, লৎফর, বকুল, সুলতান, আবুল হোসেন, মফিজ মাস্টারসহ অনেক কৃষক চাষাবার করে নদীর পাড়ে।
তারা জানান, শুকনো মৌসুমে নদীর পানি কমলে নদীর পাড় জুড়ে মিষ্টি আলু, বাদাম সহ বিভিন্ন ফসলের বাম্পার ফলন হয়ে থাকে। ঘরের খাবার পরে অবশিষ্ট বিক্রয় করে আমাদের মুনাফা অর্জন হয়ে থাকে। অনেকের শেষ অবলম্বন টুকু ফসলি জমি হারাতে বসেছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে। প্রসাদপুর ইউনিয়নের জামতলা ঘাট থেকে মোতাহারের বাড়ি পর্যন্ত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে প্রতিনিয়ত। এটি বন্ধ করলে আমাদেও ফসলি জমি রক্ষা হবে। তাই আমাদের ফসলি জমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা চাই । যদি আমাদের কেউ এর প্রতিবাদ করে তাহলে বালু উত্তোলনকারীরা হামলা করে এবং ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক বলেন, কৃষকদের ফসলের বিষয়টি দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত