ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর-২০১৯ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি এবং ঢাকা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীরা মাঠে থাকবে। তিনি বলেন, আগামীকাল ২৪ ডিসেম্বর জাতীয় পার্টি থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশিদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যালায়েন্স করার প্রস্তাব এলে জাতীয় পার্টি তা বিবেচনা করবে।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক হাজী লিটনের নেতৃেত্ব অর্ধশত বিএনপি নেতা-কর্মী এবং জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহ-এর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান বিএনপি ও জাগপা থেকে জাতীয় পার্টিতে যোগ দিতে আসা নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের প্রধান তিনটি দলের মাঝে জাতীয় পার্টি সাধারন মানুষের কাছে সম্ভাবনাময় পার্টি। দেশের মানুষ মনে করে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই জাতীয় পার্টির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। তাই দেশবাসী সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টির ওপরেই ভরসা রাখে। কারন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই দেশের মানুষ বেশি অধিকার ভোগ করেছে। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির প্রশ্নে জাতীয় পার্টির শাসনামলই অনন্য। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, জাতীয় পার্টি কারো জমিদারি নয়। বলেন, জাতীয় পার্টি একটি পরিবার। এখানে কারো ভূল-ক্রুটি হলে তা আলাপ-আলোচনার মাধ্যমেই মিমাংশা করা হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, যারা ঢাকা বিশ^বিদ্যালয়ের নির্বাচিত ভিপির ওপরে বারবার হামলা করছে, তা সরকারকেই খতিয়ে দেখতে হবে। যারা শিক্ষাঙ্গণের পরিবেশ নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব। তিনি বলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির স্বাধীনতা থাকতে হবে। যাতে আগামী দিনে শিক্ষিত প্রজন্ম রাজনীতির নেতৃত্বে আসে।
বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, এস.এম. ফয়সল চিশতী, যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক হাজী মোঃ লিটন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগ্পা’র প্রেসিডিয়াম সদস্য মোঃ হাসমত উল্লাহ, জাগ্পা’র ঢাকা মহানগর সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবলু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, আহসান আদেলুর রহমান আদেল এমপি, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মোঃ নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য নির্মল দাস, মোঃ হেলাল উদ্দিন, হুমায়ন খান, এম.এ. রাজ্জাক খান, এনাম জয়নাল আবেদিন, মঞ্জুরুল হক, কাজী আবুল খায়ের, জাকির হোসেন মিলন, আহাদ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, মোস্তফা কামাল, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন খান মিলন, ফারুক শেঠ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন। যোগদানকারীদের নাম- আসাদুল জামান বাবুল, মোঃ সোহেল রানা, নূর মোহাম্মদ সুমন, মোঃ আশিকুর রহমান আশিক, মোঃ রোকনুজ্জামান রোকন, হোসনেআরা হাসুন, আওলাদ হোসেন জিকু, মোঃ নাজমুলসহ নেতৃবৃন্দ যোগদান করেন।
সিটি নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন
আগ্রহীদের জন্য জ্ঞাতব্য
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন আগ্রহীদের মধ্যে আগামীকাল ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে। ২৯ ডিসেম্বর তারিখে চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে ৩০ ডিসেম্বর তারিখে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীগণ ৩১ ডিসেম্বর তারিখে সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করবেন।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত