রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের বাসার দারোয়ান মো. দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ১১ জানুয়ারী, সোমবার দুপুরে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকে দুলাল পলাতক ছিলেন।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদূর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই বাড়ির দারোয়ান দুলালকে আটক করা হয়েছে। ঘটনার সময় তিনি দায়িত্বে ছিলেন। সেদিন ওই বাসায় আর কারা কারা এসেছিল তা জানতে দুলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দুপুরে ধানমন্ডিতে আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে নিয়ে যাওয়া হয়।
ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, ধর্ষণ ও অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েটি মারা যায়। ঘটনার পর পরই গ্রেফতার করা হয় তার প্রেমিক দিহানকে। দোষ স্বীকার করে দিহান আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত