প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৪:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০১৮, ১১:৩৩ এ.এম
দ্বিতীয় দফা সংলাপে ডাঃ কামালের নেতৃত্বে মির্জা ফখরুল সহ গনভবনে জাতীয় ঐক্যর ২০ সদস্যের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে অংশ নিতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণভবনে প্রবেশ করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে ড. কামাল হোসেনসহ বেশ কয়েকজন নেতা গণভবনে প্রবেশ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানান, ১০টা ২৫ মিনিটে প্রথম ড. কামাল হোসেনসহ বেশ কয়েকজন গণভবনে প্রবেশ করেছেন। সর্বশেষ সকাল ১০টা ৫০ মিনিটে খন্দকার মোশাররফ গণভবনে প্রবেশ করেছেন।
দ্বিতীয় দফা এ সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে ড. কামাল হোসেন ছাড়াও আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন, সুলতান মোহাম্মদ মনসুর অংশ নিচ্ছেন।
গত ১ নভেম্বর সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের প্রতিনিধি দল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিয়েছিলেন। আজ (বুধবার) দ্বিতীয় দফায় আবারও সংলাপে বসছেন তারা।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত