কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় পথচারীকে বাচঁতে গিয়ে বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ঝিংলাতলী প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসযাত্রী মুন্সিগঞ্জ জেলার সিরাদিখান উপজেলার কাটালতলী গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ রমজান(৪০), ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শাহ আলম মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পথচারী দাউদকান্দি উপজেলার ছান্দ্রা গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শহীদ মোল্লা(৬০)।আহত শফিক(২২), প্রান্ত(২০) শাহাদাৎ (৩০) ও ছাইদুর রহমানকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। অন্য আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. আলমগীর হোসেন, খাদিজা ভিআইপি নামের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে ঢাকা আসার পথে ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ফলে ঘটনা স্থলেই তিন জন নিহত হন। এতে প্রায় ২০ জনের মতো আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনন্দ ভ্রমণে কক্সবাজারে যায় ঢাকার সদরঘাট বোরকা ব্যবসায়ী সমিতি। শুক্রবার রাতে তারা ঢাকা উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। পরে আজ সকালে তাদের খাদিজা ভিআইপি ((ঢাকা মেট্রো-ব-১৫-৪০৬৯) বাসটি রাস্তা পার হওয়া এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ৩৮ জন যাত্রী ছিল।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত