আশুতোষ গোয়াড়িকরের উচ্চাভিলাষী চলচ্চিত্র ‘পানিপথ’। ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে নির্মিত ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার।
ভিডিওতে ঐতিহাসিক চরিত্রের সাজে দেখা মিলল অর্জুন কাপুর, সঞ্জয় দত্ত ও কৃতী শ্যাননকে।
বিশ্লেষকেরা বলছেন, সঞ্জয় লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর ছাপ রয়েছে সিনেমাটিতে।
মারাঠা সাম্রাজ্যের রাজপুত্র সদাশিবরাও ভাও-এর হাতে তলোয়ার দিয়ে সেনাবাহিনীর দায়িত্বে বহাল করার দৃশ্য দিয়েই শুরু ট্রেলার। এই চরিত্রে আছেন অর্জুন। সঞ্জয় দত্তকে দেখা যাবে আহমেদ শাহ আবদালির চরিত্রে। বলিউডের সাম্প্রতিক ধারায় চরিত্রটি রূপায়ণ হয়েছে নিষ্ঠুর সাম্রাজ্যবাদী হিসেবে। কৃতী শ্যানন হয়েছেন সদাশিবের স্ত্রী, যিনি প্রয়োজনে হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধের ময়দানে নামতেও পিছপা হন না।
বানশালির ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে রণবীর সিং-কে পেশোয়া চরিত্রে দেখেছেন দর্শক, সেহেতু অর্জুনের অভিনয়কে তার সঙ্গে তুলনা করা হবেই। বনি কাপুরের ছেলের লুকেও ১৭ শতকের গন্ধ রয়েছে, কিন্তু রণবীরের মতো দর্শকদের সম্মোহিত করতে পারবেন কিনা সন্দেহ রয়েছে।
অন্যদিকে সঞ্জয়ও আবদালির ভূমিকায় ‘পদ্মাবত’ ছবিতে রণবীরের আলাউদ্দিন খিলজির তুলনায় কম জৌলুশের অধিকারী। শুধু লুক বা পোশাক নয়, ছবিতে ব্যবহৃত প্রপস, সেট, বিশেষ করে আবদালির মুকুট- সবটাই সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’-এর মতো।
মারাঠা ও আফগানদের এই যুদ্ধ ইতিহাস নাকি ফিকশনের বিস্ময়- তা জানা যাবে শুধু ছবিটি মুক্তির পর। এর আগে আশুতোষ লাগান, যোধা-আকবর ও স্বদেশের মতো প্রশংসিত ছবি নির্মাণ করেন।
‘পানিপথ’-এ আরও অভিনয় করেছেন মণীশ বহেল, পদ্মিনী কোলাপুরি, জিনাত আমান, ও সুহাসিনী মুলের মতো অভিনেতারা। মুক্তি পাবে ৬ ডিসেম্বর।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত