প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২০, ৫:১৫ পি.এম
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ সময়োপযোগি- গোলাম মোহাম্মদ কাদের।
ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল-২০২০ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যাপী মহামন্দার আশংকা দেখা দিয়েছে। তিনি বলেন, তার প্রভাব কিছুটা হলেও বাংলাদেশের ওপর পরতে শুরু করেছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ৭২ হাজার ৭৫০ কোটি টাকার একটি প্রনোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। আমরা এই ঘোষণাকে অত্যন্ত সময়োপযোগি মনে করছি। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন সেক্টরে মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছেন। স্বল্প সূদের এই ঋণ অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত হবে। এছাড়া বেসরকারী ব্যাংকগুলোও এই ঋণ কার্যক্রমে অংশ নিতে পারবে। তিনি এ উদ্যোগকে সাধুবাদ জানান।
আজ এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আমাদের দেশে কল্যাণমূখি কর্মসূচি বাস্তবায়নে জটিলতা দেখা দেয়। তাই দ্রুত সময়ে অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণের দাবিও জানান তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, ব্যাংক ঋণ দেয়ার সময় নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন সুশাসন না থাকার কারণে যার ঋণ পাওয়ার কথা সে পাচ্ছেনা। অথবা যে সময়ে পাওয়ার প্রয়োজন সে সময়ে পাচ্ছেনা। তাই ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি এবার এ বিষয়গুলিতে দৃষ্টি দেয়া হবে। সঠিকভাবে ঋণ বিতরণ করা হবে এবং যাতে ঋণ কাজে লাগে সেইভাবেই বিতরণ করা হবে।
তিনি প্রধামন্ত্রীর বক্তৃতা কথা উল্লেখ করে বলেন, সুযোগ-সুবিধা যেনো অপব্যবহার করা না হয়। যথাযথ মনিটরিং এ ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। এই প্রণোদনা প্যাকেজ যাতে কার্যকরভাবে বাস্তবায়িত হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে আহবান জানান তিনি।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত