ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর-২০২০: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ দূত সৌদি আরবে পাঠিয়ে সৌদি প্রবাসীদের ভিসা সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যেই অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু সৌদি গমনেচ্ছুরা এখনো টিকেট পায়নি। দুর্ভাগ্যজনক ভাবে সৌদি প্রবাসীদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিবে বিবেচনা করতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ বিকেলে রাজধানীর টেপা কমপ্লেক্সে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপার সভাপতিত্বে বরেন্য কথা সাহিত্যক মোহাম্মদ আতাউর রহমান রেশন এর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান একথা বলেন।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, প্রয়াত আতাউর রহমান রেশন ছিলেন পন্ডিত ব্যক্তিত্ব। তিনি নিজেই শুধু শিক্ষিত ছিলেন না, শিক্ষার আলো সর্বত্র পৌছে দিতে অসংখ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। বলেন, আতাউর রহমান রেশন দীর্ঘ দিন বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে।
এর আগে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা’র বড় ভাই, বিশিষ্ট কথা সাহিত্যিক, গৌরব ৭১ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, নিউইয়র্ক বাংলা স্কুল ও বাংলা বইঘর-এর প্রতিষ্ঠাতা আতাউর রহমান রেশন এর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনা করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদ্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা ডা. নূরুল আজহার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাবেক জাপা নেতা আহসান হাবীব লিংকন, গোলাম মাওলা রনি, সাংগঠনিক সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, উপস্থিত ছিলেন তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজ কল্যান সম্পাদক আব্দুর রাজ্জাক খান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, এড. ফায়েকুজ্জামান ফিরোজ, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদ আলম, সমরেশ মান্ডাল মানিক, কোষাধ্যক্ষ এড. আবু তৈয়ব, মোঃ দ্বীন ইসলাম শেখ, যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইছারুহুল্লা আসিফ, কেন্দ্রীয় সদস্য- শেখ সারোয়ার হেসেন প্রমুখ।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত