দেশের ৩৩ জেলায় ছড়িয়ে পড়া বন্যায় সবমিলিয়ে ইউএস ডলারের ফসল এবং ৭৪.৫ মিলিয়ন ডলারের গবাদিপশুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
বুধবার (১৯ আগস্ট) ‘সাম্প্রতিক বন্যা : ক্ষয়ক্ষতি ও করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় এ তথ্য তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি।
সিপিডি বলছে, ৩৫ দিন ধরে বন্যা চলছে। ৩৩ জেলার ১৬২ উপজেলা বন্য ছড়িয়েছে। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুর। দীর্ঘস্থায়ী এই বন্যায় ১১ লাখ ৯৭ হাজার ২৯৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৬৪৬ জন। মারা গেছেন ৪৪ জন।
বন্যার ক্ষতির চিত্র তুলে ধরে সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে, ২ আগস্ট পর্যন্ত ফসলের ক্ষতি হয়েছে ৪২ মিলিয়ন ইউএস ডলার। আর গবাদিপশুর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭৪.৫ মিলিয়ন ডলার। এছাড়া বন্যায় ১ লাখ ২৫ হাজার ৫৪৯ হেক্টর কৃষিজমির এবং ১৬ হাজার ৫৩৭ হেক্টর তৃণভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন্যার কবলে পড়ে ৮১ হাজার ১৭৯টি টিউবওয়েল, ৭৩ হাজার ৩৪৩টি বাথরুম এবং ১ হাজার ৯০০ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সিপিডি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেয়া চাল ও টাকা যথেষ্ট না উল্লেখ করে সিপিডি বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জিআর (ত্রাণ সহায়তা) চাল বরাদ্দ করা হয়েছে ১৯ লাখ ৫১০ মেট্রিক টন। এর মধ্যে বিতরণ করা হয়েছে ১২ লাখ ৮১৮ টাকা। এতে গড়ে মাথাপিছু জিআর চাল সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক আড়াই কেজি।
অপরদিকে জিআর ক্যাশ বরাদ্দ করা হয়েছে চার কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে বিতরণ করা হয়েছে দুই কোটি ৮৯ লাখ টাকা। এতে গড়ে মাথাপিছু নগদ টাকার সহায়তার পরিমাণ আনুমানিক ৫ টাকা ৭০ পয়সা।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত