লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। মহামারি করোভাইরাসে বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত তখন নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত মূল্যবান এই ধাতুর দাম উঠতির দিকে। কিছুদিন ধরেই দাম বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের মূল্য ছিল প্রতি আউন্স ১৮শ’ ডলারের বেশি, যা প্রায় ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৮শ’ ডলারের বেশি। এরপর গত প্রায় ৯ বছর পর এবারই প্রথম প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮শ’ ডলার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৩ ডলারে উঠে যায়।
চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়তে শুরু করে। গত বছরের শেষদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১ হাজার ৬৬০ ডলারে উঠে যায়। তবে মার্চে বড় পতনে এক ধাক্কায় দাম কমে ১ হাজার ৪৬৯ ডলারে নেমে আসে। এরপর তা আবার বাড়তে শুরু করে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ব্যাংক অব চায়নার আন্তর্জাতিক বিশ্লেষক জিয়াও ফু বলেছেন, ‘বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে অস্থিরতা, ভূ-রাজনৈতিক ঝুঁকি, ক্রমবর্ধমান মহামারি প্রভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মতো কারণগুলো মাঝারি মেয়াদে স্বর্ণের দাম আরও বাড়িয়ে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘সামনেই অস্থিরতা রয়েছে... আরও কিছু ভাল অর্থনৈতিক তথ্য থাকতে পারে বা (অর্থনীতির লক্ষণগুলো) স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এটি দাম বৃদ্ধির লাগাম কিছুটা টানতে পারে।’ উল্লেখ্য, বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত