পঞ্চম দফায় স্বেচ্ছায় আরও তিন সহস্রাধিক রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৭৩ জনকে আজ মঙ্গলবার ২১টি বাসে করে চট্টগ্রামে নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে থেকে তাদেরকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে বাসগুলো। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে এসব রোহিঙ্গাদের বহনকারী বাসগুলো চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেয় বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।
তিনি জানান, পঞ্চম দফায় অন্তত তিন সহস্রাধিক রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর যেতে স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করেছে। আগামীকাল বুধবারও এসব রোহিঙ্গাদের চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। পরে নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের ট্রলারে করে সেখান থেকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।
এর আগে ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন এবং চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার ৩ হাজার ২৪২ জন ও চতুর্থ দফায় ৩ হাজার ১৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত