একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের সমর্থনে ময়মনসিংহ ৭ (ত্রিশাল) আসনে আয়োজিত পথসভায় বিএনপির মঞ্চ থেকে ক্ষিপ্ত হয়ে নেমে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাদের সিদ্দীকী বক্তব্য চলাকালে সেলফি তোলা আর মোবাইলে ছবি তোলার ধাক্কাধাক্কি সামাল দিতে না পেরে তিনি বলেন, মঞ্চের আশেপাশের এসব নেতারাই দলকে নষ্ট করেছে। এদের কারণেই আজ এই দশা এই বলেই তিনি মঞ্চ থেকে নেমে সভাস্থল ত্যাগ করেন।
এর আগে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটনের সমর্থনে আয়োজিত পথ সভায় যোগদানের জন্য ঐক্যফ্রন্টের নেতারা সন্ধ্যার পর থেকে মঞ্চে আসতে থাকে।
সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা সেলিমা রহমান। এ সময় কাদের সিদ্দিকী মঞ্চে আসলে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় বিএনপি নেতারা।
পরে বক্তব্য শুরু হওয়ার দুমিনিটের মধ্যে রাগে মঞ্চ থেকে বক্তব্য চলাকালীন সময়ে মাইক রেখে সোজা গাড়িতে গিয়ে ওঠেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত