স্টাফ রিপোর্ট : রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী’সহ ৭ জন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থী ঢাকা ন্যাশনাল মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
মূলত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের উপরে পা দেয়াকে কেন্দ্র করে সংর্ষের সূত্রপাত হয়।
শিক্ষার্থীরা জানান, নির্মাণাধীন ঢালাইয়ের উপরে পা দিলে স্থানীয় কয়েকজন তাকে ধাক্কা দেয়। শুরু হয় বাগবিতণ্ডা। এরপর ওই শিক্ষার্থীকে মারধরও করা হয়। একপর্যায়ে ভুক্তভোগী শিক্ষার্থী সহপাঠীদের কল দিলে দুইজন ঘটনাস্থলে আসলে তাদেরও মারধর করে আটকে রাখা হয়।
তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘটনার প্রতিবাদ জানালে স্থানীয় যুবদল নেতা শহিদুল হকের নির্দেশে তাদের ওপর হামলা করে স্থানীয়রা। অপরদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগ, শিক্ষার্থীরাই কয়েকটি বসতবাড়ি ও ক্লাবে ভাঙচুর চালায়। এলাকার একটি গলিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে।
এ বিষয়ে ডিএমপির ডেমরা জোনের এসি মোহাম্মদ নাসিম জানান, পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত