রাজধানীর জিগাতলায় সোমবার ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উচ্ছেদে অভিযানে নিজের একমাত্র সম্পদ রিকশা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ফজলুর রহমান নামের এক রিকশাচলক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সেই কান্নার বেশকিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়।
দরিদ্র রিকশাচালকের কান্নার সেই ছবি দেখে ‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর বুধবার সন্ধ্যায়ই ফজলুর সঙ্গে দেখা করেন। এ সময় তার হাতে ‘স্বপ্ন’র উদ্যোক্তা হওয়ার অফার লেটার তুলে দেন।
ফজলুর এখন দুটি রিকশার মালিক। আর এই রিকশাগুলো দিয়ে তিনি হতে চান উদ্যোক্তা। ‘স্বপ্ন’র হোম ডেলিভারি সার্ভিসে কাজে লাগাতে চান।
উদ্যোক্তা হওয়ার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফজলুর রহমান বলেন, ‘আমার দেশের বাড়ি কুমিল্লা। একটা সময় আমি গ্যারেজে কাজ শিখতাম। তারপর টুকটাক করে টাকা জমিয়ে ধার করে রিকশাটা কিনেছিলাম। সেই রিকশা হারানোর পর কী কষ্ট হচ্ছিল বোঝাতে পারব না। কিন্তু আজ আমার খুব ভালো লাগছে। ভেতরের আনন্দটা এখন আর বোঝাতে পারব না। ভালো একজন উদ্যোক্তা হয়ে ব্যবসটা ভালোভাবে চালিয়ে যেতে চাই। স্বপ্নকে ধন্যবাদ জানাচ্ছি।’
তেজগাঁওয়ের একটি রেস্তোরাঁয় রিকশাচালক ফজলুরের হাতে অফার লেটার তুলে দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং তানিম করিম, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া-পাবলিক রিলেশন ম্যানেজার কামরুজ্জামান মিলু।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত