বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গত ১৮ অক্টোবর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে হাসপাতাল ছাড়েন তিনি। মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আপাতত কড়া নিয়মের মধ্যেই রয়েছেন বিগ বি। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও, তাঁর শরীর যেন সিগন্যাল দিতে শুরু করেছে। শরীর যে খুব একটা আর ভাল নেই, ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে, সেই ইঙ্গিতও দেন অমিতাভ। হাসপাতালে ভর্তি হওয়ার পর কী করতেন ওই ৩ দিন, নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবার সেই ইঙ্গিত দিলেন অমিতাভ। ছবিতে দেখা যাচ্ছে, হাসাপাতালে তাঁর বেডের সামনে রয়েছে একটি বড় আকারের টেলিভিশন। সেখানে বড় স্ক্রিনে চলছে ফুটবল। যে ৩ দিন তিনি হাসপাতালে ছিলেন, চিকিতসকরা তাঁকে ফুটবল খেলা দেখে মন ভাল করার কথা বলেন বলেও জানান বিগ বি। খেলা দেখার পাশাপাশি চিকিতসকরা তাঁকে নিয়মিত গান শোনার কথাও বলেন বলে অমিতাভ বচ্চন জানান। এদিকে সম্প্রতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিং শেষ করেছেন অমিতাভ বচ্চন। ব্রক্ষ্মাস্ত্রের পাশাপাশি সম্প্রতি চিরঞ্জীবীর সিনেমা সায়ে রা নরসিমা রেড্ডি-তেও অভিনয় করেন অমিতাভ। ব্রক্ষ্মাস্ত্রের পর অমিতাভের হাতে আর কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। হাসপাতাল থেকে ফেরার পর বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করেন অমিতাভ বচ্চন। ৩ বছর পর ফের দীপাবলি পার্টির আয়োজন করে, সেখানে বলিউডের তাবড় তারকাদের আমন্ত্রণ জানায় বচ্চন পরিবার। শরীর ভাল না হলেও, দীপাবলি পার্টিতে আমন্ত্রিতদের নিজে দাঁড়িয়ে থেকে আপ্যায়ন করতে ভোলেননি বিগ বি।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত