আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের সবস্তরের নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।শনিবার শ্যামপুর-কদমতলী জাপার যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আবু হোসেন বাবলা বলেন, জাতির জনকের কন্যা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের বিস্ময়। অন্যদিকে রাজনৈতিক নেতা হিসেবে ওবায়দুল কাদের দক্ষ, সৎ ও চৌকস নেতা। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তিনি সেটাই প্রমাণ করেছেন।আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে জাতীয় পার্টি শেখ হাসিনার সারথী হিসেবে কাজ করবে বলেও জানান তিনি।
এ ছাড়া দেশে মুক্তিযুদ্ধের চেতনা সুপ্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও যোগ করেন তিনি।
যৌথসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাবলা বলেন, আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সর্বাত্মকভাবে সফল করার জন্য দলের সবস্তরের নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করতে হবে। ঐক্যবদ্ধভাবে এই সম্মেলন সফল করে জাতীয় পার্টিকে আগামী দিনে ক্ষমতায় যাওয়ার নিয়ামক শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত