ঢাকা, সোমবার, ২৯ জুন, ২০২০ইং:
"গেদুচাচা" খ্যাত বিশিষ্ট কলামিসট, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর সম্পাদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত সাংবাদিক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়াত সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক মহান স্বাধীনতা সংগ্রামে সাহসিকতার সাথে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর থেকেই সাপ্তাহিক "আজকের সূর্যোদয়" এর সম্পাদনা করে ভিন্নমাত্রা দিয়েছিলেন দেশের সাংবাদিকতায়। দেশের দুর্নীতি, অনিয়ম ও অসংগতির বিরুদ্ধে কলাম লিখে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক এর মৃত্যুতে দেশের গণমাধ্যমে বিশাল শুণ্যতা সৃষ্টি হয়েছে।
"গেদুচাচা" খ্যাত বিশিষ্ট কলামিসট, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর সম্পাদ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত