জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (১৬ ডিসেম্বর)।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছায়েদুল হক মারা যান ২০১৭ সালের ১৬ ডিসেম্বর। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে দোয়া মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।
১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। মৃত্যুর সময় তিনি দশম জাতীয় সংসদের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা এর আগে খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ ছায়েদুল হক মৎস্যখাতে ব্যাপক উন্নয়ন করেন। তিনি নিজ নির্বাচনী এলাকা নাসিরনগরে ব্যাপক উন্নয়ন করে প্রশংসিত হয়েছেন। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুম ছায়েদুল হকের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত