মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল গরুর খামার দিয়েছেন। অনেকটা শখের বশে তিনি এ খামার দিয়েছিলেন। এখন এটি বড় আকার ধারণ করেছে। তার খামারে এখন একশ’র বেশি গরু রয়েছে। পর্যায়ক্রমে তার আয়তন আরও বৃদ্ধি করবেন। সাভারের ফুলবাড়িয়ায় তার এই খামার। খামার থেকে দৈনিক প্রায় পাঁচশ’ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। শখের বশে করলেও এখন তিনি এটিকে বাণিজ্যিকভাবে নিয়েছেন। তার দেখাদেখি সাভারের বিভিন্ন এলাকার আশপাশের অন্যরাও গাভী পালনের দিকে ঝুঁকেছেন। ডিপজল বলেন, প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু করে থাকি। প্রথমে নিজের জন্য ফ্রেস দুধের কথা চিন্তা করে গরু পালন শুরু করি। পরে ভাবলাম সকলকে যদি ফ্রেস দুধ দিতে পারি তাহলে সবাই খাটি দুধ পাবে। বাজারের দুধে যে পরিমাণ ভেজাল থাকে তা থেকে কিছু মানুষকে যদি মুক্তি দেয়া যায়, তবে আমার এই উদ্যোগ সার্থক হবে। তিনি গরুর অন্য খামারিদের পরামর্শ দিয়ে বলেন, গরুর খামারের মাধ্যমে অনেকে লাভবান হন। স্বাবলম্বী হতে পারেন। তাই হেলায় সময় পার না করে, গরুর খামার দিলে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। ডিপজল বলেন, একজনের জায়গা আছে সে গরু পালন করতে চায় না। আরেক জনের জায়গা না থাকা সত্তে¡ও গরু পালন করতে চায়। যাদের জায়গা আছে তাদের উচিত গরু পালন করা। যাদের জায়গা নাই, অথচ গরু পালন করতে চায়, তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ দিলে তারা গরু পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। কোরবানির সময় আমাদেরকে আর বিদেশি গরুর উপর নির্ভর করতে হবে না। দুধের চাহিদাও পূরণ হবে। তাই সরকারের কাছে অনুরোধ করবো দেশের দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চান তাদের সুবিধা দেওয়া হোক। তিনি বলেন, স্বল্প সময়ে স্বাবলম্বী হতে চাইলে অনেকে গরু পালন শুরু করতে পারেন। অল্প সময়ে সাবলম্বী হতে হলে গরুর খামার দেয়ার বিকল্প নেই।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত