ঢাকা- মঙ্গলবার ২২ জানুয়ারি, ২০১৯ :
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি এবং পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন। তিনি ক্রমেই সুস্থ্য হয়ে উঠছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শারিরিক জটিলতা দ্রুতই কেটে যাচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে একটি নতুন চিকিৎসা শুরু হচ্ছে তার, আশা করি হুসেইন মুহম্মদ এরশাদ অতি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। জিএম কাদের বলেন আগামী দিনে জাতীয় পার্টির সামনে সুবর্ন সুযোগ, জাতীয় পার্টির আরো শক্তিশালী হবার সময় সামেন। তাই এই মুহুর্তে দেশ, জাতি ও জাতীয় পার্টির স্বার্থেই হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ্যতা জরুরী। একটি গুজবের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন দেশের মানুষ উৎকন্ঠিত হয়ে পড়েছে, তারা জানতে চায় হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থ্যতার খবর।
গেলাম মোহাম্মদ কাদের এমপি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদ এর সুস্থ্যতা কামনায় জাতীয় যুবসংহতি আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
মহাসচিবের বক্তৃতায় মসিউর রহমান রাঙ্গা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষনা করেছিলেন। বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামের যে সেবা করেছেন তা আর কোন রাষ্ট্র প্রধানই করতে পারেনি। এছাড়া সাধারন মানুষ এবং হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন সাধারন মানুষের ভালোবাসায় হুসেইন মুহম্মদ এরশাদ দ্রুত আরোগ্য লাভ করবেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হুসেইন মুহম্মদ এরশাদ এর উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী। জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদার সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন চেয়ারম্যানের উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।
এসময় মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহামম্মদ রাজু, শেখ আলমগীর হোসেন, মোঃ শফিকুল ইসলাম শফিক, সম্পাদক মন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, নির্মল দাশ, সুলতান মাহমুদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ বেলাল হোসেন, নিগার সুলতানা রানী, অ্যাড. লাকী আক্তার, এমএ রাজ্জাক খান, হুমায়ুন খান, ডাঃ সেলিমা খান, সৈয়দা পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, মাহমুদা রহমান মুন্নি, কাজী আবুল খায়ের, আবু সাইদ স্বপন, মাখন সরকার, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় নেতা- আলতাফ হোসেন, এনাম জয়নাল আবেদীন, মাহমুদ আলম, আজহারুল ইসলাম সরকার, মোতাহার হোসেন মানিক, মোঃ সোলায়মান সামি, সাইফুল্লাহ খালেদ, তাসলিমা আক্তার রুনা, মেহের নীগার রিতা, যুবনেতা- আহাদ ইউ চৌধুরী শাহিন, ডাঃ সৈয়দ আবুল কাশেম, মঞ্জুরুল হক, মোঃ দ্বীন ইসলাম শেখ, মিয়া আলমগীর, গাজী আবদুস সালাম, আবু সাদেক বাদল, কামাল হোসেন, আরিফুল ইসলাম রুবেল, ফকরুল আহমেদ, আক্তার হোসেন, জিয়াউর রহমান বিপুল, সামশেদ তাবরেজ, স্বপ্নীল জারা, মোহাম্মদ উল্লাহ, নজরুল ইসলাম, মোঃ সাচ্চু বিশাস, নয়ন পাল প্রমুখ।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত