ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ১ হাজার ৭৫৯ জন ভর্তি হন। এর আগে পাঁচ মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল যথাক্রমে ৩৮, ১৮, ১৭, ৫৮ ও ১৯৩ জনসহ মোট ৩২৪ জন। কিন্তু চলতি মাসের প্রথম ১৩ দিনেই ১ হাজার ৭৫৯ জন আক্রান্তের সর্বোচ্চ সংখ্যার রেকর্ড ভেঙে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আজ (১৩ জুলাই) পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৯১৫ জন। এ হিসেবে চলতি মাসে গড়ে প্রতিদিন ৬ জনেরও বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৫২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ২১ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৩ জন, বিজিবি হাসপাতালে দুজন ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হন।
প্রকাশক: মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল
উপদেষ্টা : সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি),
নির্বাহী সম্পাদক : শাহ্ ইমরান রিপন,
বার্তা সম্পাদক : খোরশেদ আলম শিকদার
যুগ্ম সম্পাদক : মোঃ জামাল হোসাইন,
চিফ রিপোর্টার : মোঃ জীবন।
১৭ নং উত্তর কুতুবখালী, খাঁন সুপার মার্কেট তৃতীয় তলা,
দুনিয়া, যাত্রাবাড়ি, ঢাকা
মোবাইল : ০১৯৮৬-৬৮৭৪৬৪, ০১৭১১-০৫২৭০৩
ফোন : +৮৮-০২-৭৫৫১১৫০
E-mail: banglavoicebd8@gmail.com
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত