
ঢাকা- ০৫ অক্টোবর, সোমবার, ২০২০ :
ছাত্রনেতা মামুন ফকির’কে আহ্বায়ক এবং আবু সাইদ লিয়ন’কে সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৭ (সতেরো) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইব্রাহীম খাঁন জুয়েল অনুমোদন করেছেন। অনুমোদিত কমিটি প্রাপ্তির ০৩ (তিন) মাসের মধ্যে সকল হল কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন এর সুপারিশক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটি নিম্নরূপঃ
যুগ্ম-আহ্বায়ক, আব্দুস সালাম (মাস্টার্স) স্যার এফ.রহমান হল, গোলাম রব্বানী (৪র্থ বর্ষ) স্যার সলিমুল্লাহ মুসলিম হল, রেদওয়ান সরদার (মাস্টার্স) জিয়াউর রহমান হল, ইফরাত শেখ (মাস্টার্স) স্যার সলিমুল্লাহ মুসলিম হল, মাসুম বিল্লাহ (মাস্টার্স) কবি জসিম উদ্দিন হল, হেনা তাহরীম (৪র্থ বর্ষ) শামসুন্নাহার হল, মোঃ আকরামুজ্জামান (মাস্টার্স) কবি জসিম উদ্দিন হল, সদস্য- শামসুদ্দোহা রিপন (৩য় বর্ষ) বিজয় ৭১ হল, ফরহাদ হোসেন (৩য় বর্ষ) জিয়াউর রহমান হল, আব্দুল হামিদ (৩য় বর্ষ) জিয়াউর রহমান হল , মোঃ সিয়াম (৩য় বর্ষ) সূর্যসেন হল, মোঃ রাজু হোসেন (২য় বর্ষ) জিয়াউর রহমান হল, তানিয়া আক্তার (২য় বর্ষ) রোকেয়া হল, বিশ্বজিৎ রায় (২য় বর্ষ) জগন্নাথ হল, নাহিদা আক্তার (২য় বর্ষ) কুয়েত মৈত্রী হল।