
নিজের পশমের ওজনে নিজেই যেন মরতে বসেছিল ‘বারাক’। পশন পরিস্কার না করার ফলে একদিকে যেমন তার নিজেরও কষ্ট হচ্ছিল। অপর দিকে দেখতেও কেমন যেন মনে হচ্ছিল ছোটখাটো এক ‘দৈত্য’। বোঝাই যাচ্ছিল না এটি একটি ভেড়া!
অস্ট্রেলিয়ার এক জঙ্গলে বারাকের দেখা মেলে। পশমে ঢেকে গেছে চোখ। রাস্তা না দেখে ধীর পায়ে হেঁটে যাচ্ছিল বারাক।
যখন বোঝা গেল পশমের আড়ালের প্রাণীটি আসলে ভেড়া, খবর দেয়া হলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ল্যান্সফিল্ড শহরের সেচ্ছাসেবী সংগঠন এডগার’স মিশনকে। বন্য প্রাণীদের সেবায় নিয়োজিত সংগঠনটির কর্মীরা বুঝতে পারেন বাঁচাতে হলে ভেড়াটির গা থেকে সব পশম বা লোম যত দ্রুত সম্ভব তুলে ফেলতে হবে।
গত ৫ ফেব্রুয়ারি বারাকের গায়ের সব পশম কেটে ফেলে এডগারস মিশনের কর্মীরা। বছরের পর বছর জমে থাকা ভেড়ার শরীরের পশম তুলে ফেলার কাজটা কিন্তু সহজ ছিল না! ৭৮ পাউন্ড বা ৩৫ কেজি পশম ছেঁটে ফেলা তো আর চাট্টিখানি কথা নয়!
অবশেষে পশম কাটার পর শুরু হয়েছে বারাকের আসল চিকিৎসা। দীর্ঘদিন পশম কাটা, গোসল ইত্যাদি না হওয়ায় শরীরে অনেক রোগ ও ঘা জন্ম নিয়েছে। ভেড়াটিকে রক্ষায় চলছে সব ধরনের চিকিৎসা।
Array