
অনেক হিসাবনিকাশের পর শেষপর্যন্ত চূড়ান্ত হলো আসন্ন পবিত্র ঈদুল ফিতরের মুভি। এবার মাত্র তিনটা ছবি মুক্তি পাচ্ছে এবারের ঈদে। ছবিগুলো হলো ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ও ‘আবার বসন্ত’। যদিও শুরুতে এবারের ঈদে পাঁচটি থেকে ছয়টি ছবির মুক্তির কথা ছিল। তবে ব্যবসায়িক দিক ও দর্শকের চাহিদা বিবেচনা করে শেষপর্যন্ত শাকিব খান অভিনীত সিনেমা দুইটি মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। দুটি সিনেমা নিয়েই তুমুল আলোচনা চলছে দীর্ঘদিন ধরে।
নোলক :বহুল আলোচিত ‘নোলক’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ববি। ২০১৭ সালে সিনেমাটির কাজ শুরু হলেও পরিচালক-প্রযোজকের দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরেই অন্ধকারে পড়ে ছিল এটি।
এর আগে অনেকবারই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেয়া হয়। শেষমেশ গত ২৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঈদে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ‘নোলক’-এর প্রযোজক ও পরিচালক সাকিব ইরতেজা চৌধুরী। সিনেমার নায়িকা ববিও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
‘নোলক’কে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বলে অভিহিত করে ববি বলেন, ‘এই ছবিতে আমাকে অন্যরূপে দেখতে পাবেন দর্শকরা। আমার ক্যারিয়ারের সেরা ছবি ‘নোলক’। আমি আমার চেষ্টার সবটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো অভিনয় করার।’
‘নোলক’ প্রযোজনা করেছে বি হ্যাপী এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও ববি ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী, ওমর সানি, রজতাভ দত্তসহ দুই বাংলার বেশ কয়েকজন অভিনয় শিল্পী আছেন ছবিটিতে।
পাসওয়ার্ড :‘পাসওয়ার্ড’ সিনেমাটি অনেক আগে থেকেই চূড়ান্ত ছিল। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বুবলি। এসকে ফিল্মস-এর ব্যানারে এটি প্রযোজনাও করেছেন শাকিব খান। পরিচালনা করেছেন মালেক আফসারি। এতে আরও আছেন ইমন, মিশা সওদাগর।
‘হিরো দ্য সুপারস্টার’ ছবির পর দ্বিতীয়বারের মতো সিনেমা প্রযোজনা করছেন শাকিব খান। তাই ছবিটি নিয়ে ভক্ত দর্শকদের মধ্যে উন্মাদনাও বেশি। সম্প্রতি সিনেমাটির গানের শুটিং হয়েছে তুরস্কে। এই প্রথম বাংলাদেশের কোনো গানের শুটিং হলো সেখানে। এরই মধ্যে সিনেমাটি মুক্তির জন্য ৭২টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক। তবে ছবিটি শতাধিক হলে মুক্তি পাবে।
আবার বসন্ত : অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমাটি মুক্তি দিতে সম্পূর্ণ প্রস্তুত। ঈদে সিনেমাটি মুক্তি দিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এই ছবি সকল শ্রেণির দর্শকদের হলে টানবে না। এ সিনেমা সংশ্লিষ্টদের লক্ষ্য স্টার সিনেপেস্নক্সগুলোর মতো কিছু প্রেক্ষাগৃহ। পরিচালকের মতে, সিনেপেস্নক্সের মতো ভালো পরিবেশে বসে ‘আবার বসন্ত’ দেখে মজা পাবেন দর্শক। সুন্দর পরিবেশে সুন্দর গল্প সত্যিই উপভোগ্য হবে। তাই আপাতত হল সংখ্যা নয় ভালো পরিবেশের হলগুলোতে মুক্তির টার্গেট।
Array