
আমার ডাক্তার ডেস্ক : বেশিরভাগ সময় উচ্চ মাত্রার শব্দ বা কোলাহলের মধ্যে থাকলে হৃদযন্ত্রের ক্ষতি হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’স সায়েন্টিফিক সেশন ২০১৮’তে উপস্থাপিত এক গবেষণায় বলা হয়, বেশিক্ষণ উচ্চ মাত্রার শব্দের মধ্যে থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে।
যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থিত ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষণা সহকারী ও এই গবেষণা-পত্রের লেখক ড. আজার রাডফার (এম.ডি) বলেন, “গবেষণার ফলাফলে দেখা গেছে, উচ্চ শব্দ যেমন- মহাসড়ক ও বিমান বন্দরের শব্দের শিকার এমন অংশগ্রহণকারীদের মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অন্যান্য হৃদরোগের ঝুঁকি অন্যান্যের তুলনায় তিনগুন বেশি ছিল।”
তিনি আরও বলেন, “গবেষণা থেকে উচ্চ শব্দ ও হৃদরোগের মাঝে সম্পর্ক খুঁজে পাওয়া গেলেও এর পেছনে কোন শরীরবৃত্তীয় প্রক্রিয়া কাজ করে তা অস্পষ্ট।” তারা বিশ্বাস করেন যে, এর পেছনে জীব-বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি পরামর্শ দেন যে, “হৃদরোগের ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে রোগী সবসময় উচ্চ শব্দের মধ্যে থাকছে কিনা সে বিষয়টা খেয়াল করার পাশাপাশি যতটা সম্ভব দীর্ঘক্ষণ উচ্চ শব্দের মধ্যে না থাকার পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতে হবে চিকিৎসকদের।”
Array