
ঢাকা, শনিবার, ১৭ আগষ্ট ২০১৯ :
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দূরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থা সৃষ্টি করেছে। চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে গণমাধ্যমের সাথে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহবান জানান পার্টির মহাসচিব। এছাড়া ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন করতেও সরকারের প্রতি আহবান জানান তিনি।
প্রেসিডিয়াম সভার বরাত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, আগামী ২৩ আগষ্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে।
২৩ আগষ্ট হিন্দু ধর্মাবলম্বিদের জন্মাষ্টমী, হুসেইন মুহম্মদ এরশাদ জন্মষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
তাই ২৩ আগষ্টের পরিবর্তে ৩১ আগষ্ট বাদ জোহর সারাদেশে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দলীয় নেতা এবং রংপুর-০৩ আসনে প্রার্থী নির্ধারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হবে।
এর আগে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় বক্তৃতা করেন, প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা , এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মিঃ সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ. টি. ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, আব্দুর রশীদ সরকার, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি , পীরজাদা শফিউল্লাহ আল মনির, লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, এ্যড.রেজাউল ইসলাম ভূঁইয়া, এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশিদ, জাফর ইকবাল সিদ্দিকী, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, সংসদ সদস্য শফিকুল ইসলাম জিন্নাহ, পনির উদ্দিন আহমেদ,আহসান আদেলুর রহমান।
Array