admin
17th Nov 2018 2:09 pm | অনলাইন সংস্করণ

বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের উদ্দ্যোগে গতকাল ১৬ নভেম্বর ঢাকার অদূরে গাজীপুর জেলার শ্রীপুরের তরণীর ভিটায় টেলিস্কোপ ব্যবহার ও অ্যাস্ট্রোফটোগ্রাফি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী আয়োজিত কর্মশালা পরিচালনা করেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা বেনু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আজহারুল হক সেলিম, মাহাফুজুর রহমান বাপ্পী।
কর্মশালায় নক্ষত্র পরিচিতি, প্রতিফলক ও প্রতিসরক দূরবীন ব্যবহার শেখানো হয়। এছাড়াও অ্যাস্ট্রোফটোগ্রাফির নানা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন।
Array