আগামী ১১নভেম্বর রবিবার জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আবেদন পত্রের ফরম বিতরন শুরু।
নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাশীদের জন্য আগামী ১১ নভেম্বর রবিবার মনোনয়ন পত্রের আবেদন ফরম বিতরন শুরু চলবে ১৫ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১১ নভেম্বর রবিবার সকাল ১০টায় গুন শন ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রথম আবেদন পত্র ফরম সংগ্রহ করে আবেদন পত্রের ফরম বিতরনের কর্মসূচীর শুভ সূচনা করবেন।এ সময় জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশান এরশাদ, কোন চেয়ারম্যান জি,এম,কাদের এবং মহাসচি এ,বি,এম, রুহুল হাওলাদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।১২নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন পত্র ফরম বিতরন করা হবে।১৫ নভেম্বরের মধ্যে আবেদন পত্র ফরম পূরন করে জমা দিতে হবে। এবার আবেদন পত্র ফরমের জন্য দলীয় তহবিলে ৩০(ত্রিশ)হাজার টাকা জমা দিতে হবে।জাতীয় পার্টির সকল প্রেসিডিয়াম সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত সকল মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নের আবেদন পত্র ফরম সংগ্রহের পূর্বে পার্টির সকল প্রকার বকেয়া ও মাসিক বকেয়া সহ সমস্ত চাঁদা পরিশোধ করতে হবে বলে জানা গেছে।
Array