admin
15th Mar 2020 4:39 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে বহুতল ভবনের সপ্তম তলার একটি অফিস কক্ষে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করে ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, রোববার দুপুর ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দেয়া খবরে একটি টহল গাড়িসহ মোট তিনটি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়। পরে আরও পাঁচটি পাঠানো হয়। মোট আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Array