
ভারতের ‘অস্কার’ খ্যাত ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন জয়া আহসান। তিনি দ্বিতীয়বারের মতো প্রথম কোনো বাংলাদেশি অভিনেত্রী এ পুরস্কার জিতলেন। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য কলকাতার ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’- এর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন জয়া।
বুধবার (৩১ মার্চ) রাতে জাঁকালো আয়োজনে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জয় ফিল্মফেয়ার পুরস্কার (বাংলা) ২০২০।
এ পুরস্কার পাওয়ার পর জয়া আহসান বলেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের সংবাদ। এই পুরস্কারে আমার আশেপাশের মানুষেরা সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন। তাদের আনন্দিত মুখ দেখতেই আমার ভালো লাগে।’ ছবি দুটির সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
‘রবিবার’ সিনেমায় জয়া অভিনয় করেছেন অতনু ঘোষের পরিচালনায়। এ সিনেমায় জয়া প্রথমবারের মতো অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
২০২০ সালের এ সিনেমার জন্য মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান জয়া আহসান। সে সঙ্গে একই উৎসবে সেরা মূল চিত্রনাট্যর পুরস্কার জিতে নেয় ‘রবিবার’ সিনেমাটি।
‘বিজয়া’ সিনেমাটি পরিচালনা করেন কৌশিক গাঙ্গুলি। ২০১৮ সালের এ সিনেমায় জয়া অভিনয় করেন আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে। ২০১৭ সালের ‘বিসর্জন’ সিনেমার সিক্যুয়াল ‘বিজয়া’।
এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পান বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি। তিনি সমালোচক এবং জনপ্রিয়—দুই ক্যাটাগরিতেই ‘সেরা অভিনেত্রী’র মনোনয়ন পেয়েছিলেন। পুরস্কার জিতেছেন জনপ্রিয় বিভাগে।
এবার প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জনপ্রিয় ক্যাটাগরিতে যৌথভাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন স্বস্তিকা মুখার্জী (শাহ্ জাহান রিজেন্সী) এবং শুভশ্রী গাঙ্গুলী (পরীণিতা)। শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পেয়েছেন ‘জ্যেষ্ঠপুত্র’র নির্মাতা কৌশিক গাঙ্গুলী। ‘নগরকীর্তন’ ছবির জন্য সমালোচকদের চোখে সেরা অভিনেতা ঋদ্ধি সেন, ‘শাহজাহান রিজেন্সি’র জন্য স্বস্তিকা মুখোপাধ্যায় এবং ‘পরিণীতা’র শুভশ্রী গাঙ্গুলি যৌথভাবে সেরা অভিনেত্রী, ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য ঋত্বিক চক্রবর্তী সেরা পার্শ্ব অভিনেতা এবং কৌশিক গাঙ্গুলি সেরা পরিচালক, ‘কিয়া অ্যান্ড কসমস’ ছবির সুবাদে সেরা নবাগতা অভিনেত্রী হয়েছেন ঋত্বিকা পাল। আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও তরুণ মজুমদার।
Array