• ঢাকা, বাংলাদেশ

আমাকে বিজয়ী করা আপনাদেরই দায়িত্ব: রওশন এরশাদ 

 admin 
16th Dec 2018 5:27 pm  |  অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোটের প্রার্থী রওশন এরশাদ বলেছেন, ‘আপনারা (আ’লীগ) আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই দায়িত্ব।’

শনিবার ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে মহাজোটের যৌথ নির্বাচনী সভায় একথা বলেন তিনি।

রওশন এরশাদ আরও বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এক সময় জাতীয়পার্টিও বড় দল ছিল। নানা কারণে এখন আমরা ছোট দল হয়ে গেছি। কিন্তু এই ছোট দলের (জাপা) সহযোগিতা নিয়েই আপনারা বড় দল (আ’লীগ) ক্ষমতায় আছেন, ভালো আছেন।’

তিনি বলেন, এখন দেশ ভালোভাবে চলছে। উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের লক্ষে ‘নৌকা ও লাঙল’ এর ঐক্য হয়েছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহাজোটকে বিজয়ী করতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ের মাসে আমরা জয়লাভ করব ইনশাল্লাহ। আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এতে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে যৌথ নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদসহ জেলা, মহানগর ও উপজেলা আ’লীগ ও জাতীয়পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই বিভাগের আরও খবর
 
Jugantor Logo
ফজর ৫:০৫
জোহর ১১:৪৬
আসর ৪:০৮
মাগরিব ৫:১১
ইশা ৬:২৬
সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১