
ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রীদের একজন তানজিন তিশা। শুরুটা মডেলিং দিয়ে। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় আসেন। পরে একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় টিভি নাটক। সম্প্রতি আফরান নিশোর সঙ্গে তার অভিনীত ‘এক্স গার্লফেন্ড’ নাটকটি সামাজিক যোগাযোগে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে…
এখন আছি সূত্রাপুরে। মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘শিশির বিন্দু’ নামের একটি নাটকের শুটিং করছি। এ নাটকে আমার সঙ্গে রয়েছেন অপূর্ব ভাইয়া। নিষেধ থাকায় নাটকটি সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। তবে আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে। এছাড়াও আরও কিছু ঈদের নাটকে কাজ করেছি। সব নাটকের নাম এই মুহূর্তে মনে পড়ছে না।
আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। তাই মিডিয়ায় অনেক সচেতন ভাবেই কাজ করি। সবসময়েই চেষ্টা থাকে ভালো কাজ করার। যখন দর্শকরা আমার নাটক দেখে প্রশংসা করে, আমার নাটকের ক্লিপ বিভিন্ন জায়গায় শেয়ার দেয়, এসব দেখে ভালো লাগে। নতুন উদ্যমে কাজ করার সাহস পাই। ইতিবাচক মন্তব্য পেলে ভালোই লাগে।
নাটকের হালচাল…
বাজেট নিয়ে একটু সমস্যা আছে, তবে এখনকার নাটকগুলো দুর্দান্ত। আমার কাছে মনে হয় বিগত কয়েক বছরে নাটকের মান বেড়েছে। বিশেষ দিনগুলোতে সবাই হুমড়ি খেয়ে পড়ে কার কয়টা নাটক আসলো দেখার জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখনকার দর্শক সচেতন। একটি নাটক দেখার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অনুভূতি প্রকাশ করে। ফলে কোন নাটকটি ভালো হচ্ছে বা একটু কম ভালো হচ্ছে তা সহজেই জানা যায়। এতে আমরাও সচেতন থেকে অভিনয় করতে পারি।
মিউজিক ভিডিও…
বেশ কয়েকটি মিউজিক ভিডিও করেছি। খুব অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ গল্পকে উপস্থাপন করা হয় মিউজিক ভিডিওতে। বাজেটও ভালো থাকে। তবে আপাতত ঈদের নাটক নিয়েই ব্যস্ত। ঈদের ব্যস্ততা কেটে গেলে হয়তো নতুন কোনো মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে।
চলচ্চিত্র প্রসঙ্গে…
চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে। এমন একটা গল্প দরকার সেখানে আমি প্রাণবন্তভাবে অভিনয় করতে পারব। এর বেশি আপাতত বলতে চাচ্ছি না।