
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের পদবঞ্চিত ও বিদ্রোহীদলের নেতারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দলীয় টেন্ট হতে ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ ও শিশির ইসলাম বাবুর নেতৃত্বে এ মিছিল বের হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিবে সমবেত হয়। এসময় ছাত্রলীগের বিদ্রোহীদলের নেতারা প্রধান ফটক বন্ধ করে দিয়ে সমাবেশ করে। প্রধান ফটক বন্ধ করে দেয়ায় বিশ্ববিদ্যালয়ের গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় অর্ধ ঘন্টা ফটক বন্ধ থাকায় ভোগান্তিতে পরে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা।
ছাত্রলীগের বিদ্রোহীদলের নেতাদের দাবী, অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি করা হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এর এই অবৈধ কমিটি বিলুপ্তির দাবী জানায় তারা।এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির বিষয়ে দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ছাত্রলীগের। এটা প্রশাসনের দায়িত্ব না, তাদের দাবী কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে করাই যথার্থ প্রশাসনের কাছে নয়। প্রধান ফটক বন্ধ করায় সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পরে, ফটক বন্ধ করা অযৌক্তিক।
Array