
বিনোদন ডেস্ক: ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতিক্ষিত ছবি ‘সিকান্দার’। তবে মুক্তির ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছবির আয় ৮৪ কোটি রুপি। সব মিলিয়ে বলা যায়, বক্স অফিসে একটা সুবিধা করতে পারছে না ‘সিকান্দার’।
প্রসঙ্গত ইদের ঠিক আগের দিন, রোববার, ৩০ মার্চ বক্স অফিসে মুক্তি পেয়েছে সিকান্দর। কিন্তু হলে কী হবে, উইকেন্ড, ঈদের আবহ থাকা সত্বেও এই ছবি সলমনের বাকি ছবির মতো ওপেনিং পায়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়।
মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে সিকান্দর ২৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ইদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমনের ছবিটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমলো।
এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।
Array