admin
24th Feb 2021 9:37 pm | অনলাইন সংস্করণ

এক প্লেট বিরিয়ানির দাম প্রায় ২৩ হাজার টাকা। অবিশ্বাস্য হলেও সম্প্রতি এক প্লেট বিরিয়ানির এই দাম দেখে চক্ষু চড়কগাছ অন্তর্জালের বাসিন্দাদের।
দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্স সেন্টারে এমনই ভাবে এক প্লেট বিরিয়ানির দাম হেকেছে ‘বম্বে বরো’ নামের একটি রেস্তরাঁ। তারা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই বিরিয়ানির নাম দেওয়া হয়েছে ‘রয়্যাল গোল্ড বিরিয়ানি’। তাদের দাবি, এটিই দুবাইয়ের সব থেকে দামি বিরিয়ানি।
জানা গিয়েছে, ২৩ ক্যারাট সোনার তবক দিয়ে মোড়া হয়েছে ‘রয়্যাল গোল্ড বিরিয়ানি’কে। ছবি-তে দেখা যাচ্ছে, বড় থালার মধ্যে রাখা হয়েছে সেই বিরিয়ানি। সব মিলিয়ে ওই পদের ওজন প্রায় ৩ কিলোগ্রাম। সে দেশের মুদ্রায় ওই বিরিয়ানির দাম ১ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার টাকার ওপর। এই বিরিয়ানি নিয়েই এখন আলোচনায় মেতেছেন অন্তর্জালের বাসন্দিারা।
Array