admin
28th Jan 2020 5:35 pm | অনলাইন সংস্করণ

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের চাপায় ওমর ফারুক তুহিন (২৮) নামের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, আশিয়ান সিটি এবং তুরাগ পরিবহনের দুইটি বাস আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতা করছিল।
“সে সময় তুহিন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে প্রথমে আশিয়ান সিটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে দ্রুতগতিতে আসা তুরাগ পরিবহনের বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” ঘটনার পর দুই বাসের চালককেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
কারওয়ান বাজারের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে তুহিনের বাসা যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালি চার নম্বর মসজিদ রোডে। তার মামা মহসিন কবির জানান, বাসা থেকে মোটর সাইকেলে অফিসে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়েন তার ভাগ্নে।
Array