বৃহস্পতিবারের রাজশাহী অভিমুখে লংমার্চ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। তবে শুক্রবারের সমাবেশ নির্ধারিত সময়েই হবে বলে জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ, জনসভা এবং নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ সফল না হওয়ায় এসব কর্মসূচি পালনের ঘোষণা আসে।
গতকাল গণভবনে দ্বিতীয় দফা সংলাপেও ঐক্যফ্রন্টের সংসদ ভেঙে নির্বাচনের দাবি নাকচ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ের কথা বলেন। অন্যদিকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বৃহস্পতিবারের রোডমার্চ করার কথা জানান।
তবে কিছুক্ষণ পর ফখরুল তার সিদ্ধান্ত পাল্টানোর কথাও জানান। বলেন, রোডমার্চ না করে তারা সরাসরি রাজশাহীর জনসভায় যোগ দেবেন।
আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা আছে ইসির। মির্জা ফখরুল বলেন, এই তফসিল তারা দেখতে চান।
এর আগে গতকাল বিকালে গুলশান কার্যালয়ে সংলাপ পরবর্তী পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা নানা পরামর্শ দেন।
বৈঠকে অংশ নেয়া বিএনপির সম্পাদকম-লীর একজন সদস্য বলেন, ‘আমরা তো কোনো আশা দেখছি না।’
তাহলে কোন পরামর্শ বেশি এসেছে- এমন প্রশ্নে ওই নেতা বলেন, ‘আন্দোলনের বিষয়েই বেশি মতামত এসেছে। এখন কেন্দ্রীয় নেতারাই সিদ্ধান্ত জানাবেন।’
Array