
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটার শূন্য নির্বাচন করে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পুলিশ ও প্রশাসনে কর্মরত বির্তর্কিত ও দলবাজ কর্মকর্তাদের প্রত্যাহারে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আবেদন করা হয়। অথচ সিইসি আইনশৃঙ্খলাবাহিনীর সভায় বলেছেন কোনো কর্মকর্তাকে বদলি করা সম্ভব নয়।
তিনি বলেন, বিরোধী দলগুলোর পক্ষ থেকে বির্তকিতদের সরানোর আহ্বানের বিপরীতে সিইসির এ ধরণের বক্তব্যে দলবাজ কর্মকর্তাদের আরো বেপরোয়া করে তুলবে।
তিনি বলেন, ওই বৈঠকে একজন কমিশনার সারাদেশে গায়েবী মামলা দায়েরের বিষয়ে তুমূল আপত্তি তুললেও সেটি গ্রাহ্য করা হয়নি। বৈঠকের কিছুক্ষণ আগে পুলিশের কিছু বিতর্কিত দলবাজ কর্মকর্তাদের একটি তালিকা বিএনপি’র প্রতিনিধি দল নির্বাচন কমিশনে জমা দিলেও প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। বরং বৈঠকে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের আশস্ত করেন, তাদের প্রতি কমিশনের আস্থা আছে।
রিজভী বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়- বিএনপি ও ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশ কর্মকর্তারা একজোট হয়ে বৈঠক করেছেন। বৈঠকের আলোচনায় মনে হয়-বিএনপি এবং ঐক্যফ্রন্টকে আসন্ন নির্বাচনে কিভাবে চাপিয়ে রাখা যায়, তারই মহাপরিকল্পনা হয়েছে সেখানে।
Array