admin
05th Nov 2018 3:09 pm | অনলাইন সংস্করণ
১১ দফা লক্ষ্য ও সাত দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার বেলা ১২টার দিকে ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
জনসভার অনুমতির জন্য সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। পরে তাদের অনুমতি দেয়া হয় বলে জানান এ্যানী।
প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল।
এর আগে একই দাবিতে সিলেট ও চট্টগ্রামে জনসভা করে জাতীয় ঐক্যফ্রন্ট। এসব জনসভায় ঐক্যফ্রন্ট নেতা গণফোরামের ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটটির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
Array